ছোটবেলায় রবিবার বা ছুটির দুপুরে খাবারে লোভনীয় কিছু হচ্ছে কিনা দেখার জন্য উকিঝুকির পর্ব চলত। একটা সময়ে ডাক আসতে, টেস্ট করবার। সেই মুহূর্ত পাত পেড়ে খাওয়ার থেকেও অনেক অনেক খুশির। একান্নবর্তী পরিবার, মাটির উনুনে রান্না আর তার গন্ধের একটা নাম আছে। "নস্টালজিয়া"।